Thursday, January 22, 2015

ইল্যান্স বাংলাদেশ অফিস

বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য সুখবর! ঢাকার ধানমন্ডিতে চালু হয়েছে ইল্যান্স বাংলাদেশ অফিস! নতুন অথবা অভিজ্ঞ যেকোনো ফ্রিল্যান্সার এখানে এসে ফ্রিল্যান্স ক্যারিয়ার বিষয়ক পরামর্শ নিতে পারবে। এই অফিসে নিয়মিতভাবে বসবেন ইল্যান্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান।

ইল্যান্স বাংলাদেশ অফিসের ঠিকানা:

মমতাজ প্লাজা (৪র্থ তলা), স্যুইট ৪সি-২,
বাড়ি নং ৭, রোড নং ৪, ধানমন্ডি, ঢাকা।
(ল্যাব-এইড হাসপাতালের বিপরীতে)

গুগলে লোকেশন ম্যাপ: http://goo.gl/yE29En

অফিসে যোগাযোগের/সাক্ষাতের নিয়ম:

  • ইল্যান্স অফিসে সাক্ষাতের জন্য অবশ্যই আগে থেকে এপয়েন্টমেন্ট করে আসতে হবে। এপয়েন্টমেন্ট করতে আপনার ফোন নম্বর এবং যোগাযোগের কারণসহ ইমেইল করুন এখানে: skhan@elance.com। ইমেইলে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে সাক্ষাতের দিন/সময় কনফার্ম করা হবে।
  • প্রতি সপ্তাহে অন্তত একদিন সারাদিনের জন্য ওপেন অফিস আওয়ার থাকবে। এদিন অফিসে সাক্ষাতের জন্য কোন এপয়েন্টমেন্ট প্রয়োজন হবে না। ওপেন অফিস আওয়ার কবে হবে সেটা ইল্যান্স বাংলাদেশ পেজে (www.facebook.com/elancebangladesh) ইভেন্ট তৈরি করে জানিয়ে দেয়া হবে।

যেকোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

ধন্যবাদ!

ইল্যান্স 

No comments:

Post a Comment